তেলে জলে হয় না মিশ্রণ,
তেলের মাঝে জল ঢালিলে
ঘটিবে বিস্ফোরণ।
তেলের কায়া বেশি ভারি,
তাই যেন সে অহংকারী।
জলের প্রতি আজ তার-ই
ঘৃণা হয় নির্গমন।।
জল নহে দামি অত,
থাকে আপনার মতো।
তারে ব্যথা দিলে শত
করে না তো আন্দোলন।।
দুইজনের ঘোর বিরোধিতা,
কেহ কারো সয় না কথা।
লিঙ্গভেদে বৈষম্যতা
হয় না কভু সমাপন।।
১০ চৈত্র ১৪১৫ বঙ্গাব্দ