একটা জোৎসনা ছিল আকাশ ভরা
তার আজ দেখা নেই
এখন বাদলে কথা বলে
তুই কোথায়, কোন গোপন রহস্যে?
দুটি ভালোবাসা ছিল দুটি শরীরে
একটির নাম রাত ; সে ভাবতে জানত
কিন্তু বলতে জানত না!
অপরটির নাম দিন ; সে বলতে জানত
কিন্তু ভাবতে জানত না!
তাদের কী হলো?
বিশ্ব-ব্রহ্মাণ্ডের সপ্তঋষিতে
যদি তোর নাম লিখে দিতাম,
তবে আমি তোকে খুঁজে পেতাম!
একটি তারা গিয়ে পরত এশিয়ার বৃহত্তম বস্তিতে,
দ্বিতীয়'টি গিয়ে পরত ইউরোপের UNESCO
এর পটভূমিতে,
বাকি পাঁচটি - আমার বাড়ির চৌ-রাস্তার
সামনে ; গোটা পৃথিবী! ভাবতাম, তোকে কোনো দিন কোনো ভাবে খুঁজে পেতামই
কিন্তু তারা গুলো আজ কোথায়?