পথ পেরিয়ে পথের বাঁকে ছুটছে যারা পথিক নামে
জীবনযাপন উদযাপনে দুঃখ কিংবা সুখ স্থাপনে
তারাও কি ভিন্ন-ভিন্ন নামকরণে পথিক নামের উচ্চারণে
আভিধানিক নাম পেয়েছে পথিক নামে?
মোহগ্রস্থ নেকাবপরা পরিব্রাজক উৎসুক মন
হামাগুড়ির ছাপ রেখে যায় ছিন্ন করে বোধের জমিন
কচুপাতার জলের মতো কয়েকফোটা খণ্ডসময়
গিলছে কেমন ভিটাবাড়ির মাটির শরীর!
উত্তরোত্তর ছুরির ফলা, নিকষ কালো দারুণ খরা
চারদিকে হায় এঁটো বাসন, জল না-ছুঁয়ে তৃষ্ণা বারণ
শহর জুড়ে আঁশটে গন্ধ, ভিটে খুঁড়ে সাপের দঙ্গল
এ তবে কি প্রহেলিকা? উসকো খুসকো মরীচিকা!
কোন বাড়িটার দেয়াল ছুঁয়ে আমার বাড়ি
কোন চাতালের বেড়ার ফাঁকে নিজস্ব চোখ?
এমন কথার সমাধানে ভ্রু কুঁচকে যায়
অবান্তর সব মোষের ভিড়ে!