সময়ের গহীণ অরণ্যে তলিয়ে যায়
পাতে রাখা ভাতের গন্ধ;
আমি তড়িৎ হয়ে উঠি প্রকাশ্য-আগুন!
হে চঞ্চল, তুমি কখনই জানতে চেয়োনা উনুনের গল্প
তখন বেমালুম ভুলে যাই
আমিও কখনো ছিলাম, জীবন-বৃষ্টিভেজা জলসিক্ত মানুষ!
ভেতরের আগুনকে পুড়িয়ে পুড়িয়ে
আজন্মকালের সময়-আভিধান লিখবো বলে
কতোদিন অপেক্ষায় ছিলাম, নুনের স্বাদ নেইনি কোনকালে
আর তার সাক্ষী ছিলো অবহেলায় পড়ে থাকা অবসন্ন পালঙ্ক-দরোজার খিলি,
আঙ্গুলে গুনে গুনে সময় সড়কে নিজেকে দিয়েছি বিছিয়ে
ক্ষুধা শব্দটি ক্রমশ গর্ববতী দিনের পর দিন
নির্বাক সময় বুকের মাঝ বরাবর দুরন্ত তীর হয়ে ছুঁয়ে যায়
রয়ে যায় অবিশ্বাসী ভাঙনের তপ্ত-শ্বাস।
==========================
মরণের ফাঁদে......
আজকাল এতোটাই আত্মমগ্ন যে
কখন পাথরের বুক চিরে উঁকি দিয়েছে সবুজ চারাগাছ
তার খবর রাখিনি.........
বৃষ্টিভেজা মাটিতে নতুন প্রজন্মের নিমন্ত্রনলিপি ঝুলে আছে
এখনও নামকরণ করার সময় পাইনি......
কেবল কর্দমাক্ত পায়ে পড়শি ভ্রমণ রহস্যের ফাঁদে
নিজেকে জড়াচ্ছে..........................