তোমার অদেখা বার্তায় আমার মৃত চোখে
বিলীন স্বপ্নগুলো আবার মাথা চাড়া দিয়ে উঠেছে
দারুন উৎকণ্ঠায়।
যাকে কখনো দেখিনি, স্পর্শ করিনি
কি করে এতটা রোদ ছড়ায়
আমার উপেক্ষিত মনের চাতালে?
আমার গৃহে প্রবেশ না করেই সে জেনেছে
আমার প্রতিদিনের পথ্য আর অভ্যেস
জেনেছে আমার প্রিয় নীল পাঞ্জাবীর কথা
আমার স্বপ্ন চুষে খাওয়া প্রতিটা ভবঘুরে বিকেলে
মেঘের আঁচল পেতে
বেঁচে থাকার গান তুলেছে স্বরলিপিতে।
যে জীবনে ভুল গণিতে আমি অভ্যস্ত ছিলাম
জীবনের সূত্র খুঁজে, কাঁচা মিঠে ছোঁয়া দিয়ে
মৃদু মন্দ হাওয়ায় ভেসে আনন্দ ভৈরবী হয়ে
প্রতিনিয়ত অতল জলে
ডুবে যাওয়া এই আমিকে
এক ফালি বিশ্বাসে জড়িয়েছে সে।
আবার নতুন করে ঝিনুক স্বপ্নগুলো
দিচ্ছে ইশারা আমার নখাগ্রে, চোখে, মুখে
আমার চঞ্চলতায়।
প্রবাহিত হচ্ছে আমার কবিতার হাজার ভাঁজে।