কামরুন নাহার রুনু
জলসিক্ত মাটির স্পর্শে দাঁড়িয়ে আছি দীর্ঘকাল
আঙ্গুলের স্পর্শে কি করে উত্তাপমুখর হয় ভাষাহীন শব্দ
কীভাবে অভিমানী মেঘেরা আত্মসমর্পণ করে চাঁদের আব্দারে, কতটা সবুজ হলে
পাহাড়ের বুক ছুঁয়ে নুড়ি ভেঙে হয় জল
কখনও অনুভব করিনি আগে;
চারপাশের অদৃশ্য দেয়ালের মাঝে আমি কখনও
অনুভব করিনি, কি করে মানুষ ফিরে পায় জীবন
মানুষকে ভালোবেসে...
আমাকে ভাবতে দাও ...
আমাকে ভাবতে দাও......