আমাকে ফিরিয়ে দাও যদি, তবুও বার বার
তোমার বুকেই খুঁজে নিবো আমার ঘরবাড়ী চৌকাঠ!
তোমার শিথানে এতটুকু জায়গা পেলেই
আমি হবো সমস্ত আলোর শহর !
তোমার কপালের বিন্দু বিন্দু ঘাম ছুঁয়ে;
জীবন বৃষ্টির কাছে সঁপে দেবো তনুমন!
রহস্যময় তুমি তোমাকেই দেবো তুলতুলে সাদা মেঘ,
দেবো ঝলমলে তারার টিপ, তুমি সোনালি বিগ্রহে ভাসিয়ে নিও
আমার সোহাগী আঁচল,শ্বাস হয়ে ছড়িয়ে দিও ইরানী আতর!
আমি চাইনা কোন ঘর, শুধু চাই এতটুকু বিশ্বাসী চাদর
যেখানে কুমারী গোধূলি পিপাসার্ত চোখ,তোমার বুকের
কমলা রঙের রোদে ভিজে শস্যের মতো হবে ফলবতী!