হে অনন্তকাল...............
       হে জল,বায়ু,অগ্নি...............
আমার কোন রঙ কিংবা গন্ধ নেই
এ ক্ষয়িষ্ণু জীবনে আমার ক্ষুধা নেই, নেই আত্মঅভিমান!
ক্রমশই ম্রিয়মাণ আমি ক্ষুধা শব্দের খুব কাছাকাছি গিয়ে দেখেছি
ও গাঁয়ে কোন মোলায়েম জীবন নেই
ওকে উলট-পালট করে দেখেছি
যেদিক থেকে দেখি তার আকৃতি কেবল ক্ষুধা !
এতোটাই রুক্ষ যে মনে হয়, বুকে কাঁচের কোনো ক্ষত
পুরানো এই শব্দটা বড় হিংস্র , বড় স্পর্শকাতর
সে উচ্চারণে যতোই ছোট, ততোবেশী ধারালো !
ও শুধুই একই নামে পরিচিত
ক্ষুধা.....................