যতোদিন চাষীর বুক থেকে আসবে বিশুদ্ধ মাটির গন্ধ
যতোদিন শুদ্ধ উচ্চারণে একজন কবিও লিখে যাবেন
নিবিড় বিশ্বাসে একটিমাত্র কাব্যের শ্লোগান!
শব্দের বুননে রেখে যাবেন মানুষ আর প্রকৃতির জলছবি!
ততোদিন গন্তব্যের তালা খুলে দুহাত বাড়িয়ে
বলবো এসো নতুন এসো......
যতোদিন পাখির গায়ে লেগে থাকবে রুদ্রের গন্ধ!
যতোদিন বৃক্ষেরা মা-রূপে ছড়াবে মুক্ত ডালপালা
যতোদিন একটিমাত্র তৃষ্ণার্ত-মন
শিশির ঝরা ভোরে আঁকবে প্রেমিকের ছবি!
ততোদিন গন্তব্যের তালা খুলে দুহাত বাড়িয়ে
বলবো এসো নতুন এসো......
যতোদিন একটু মানবতা বিবেকের উত্তাল বুকে
প্রশ্ন ছুঁড়ে দিয়ে আনবে দাঁড়ি-কমা সময়ের অনাচারে!
যতোদিন একটিমাত্র বিবেকমান মানুষের বুকে
মুখ গুঁজে শ্বাস নিবে হতাশার ব্যাধি!
ততোদিন গন্তব্যের তালা খুলে দুহাত বাড়িয়ে
বলবো এসো নতুন এসো......