বুকের সুতোয় টান পড়লেই
মা দাঁড়িয়ে আসন্ন বিপদের মুখে একচিলতে রোদ।
...............
নিজেকে খুঁটিয়ে দেখলেই চোখে পড়ে ছোট-বড়
বেশকিছু দলছুট স্রোতের আনাগোনা।
...............
কপালে হাত, কুয়াশামাখা চোখ, জানালার কাঁচ ছুঁয়ে
অপেক্ষার পালা, কোন এক বৃদ্ধাশ্রমের ছবি।
...............
পাখির সোরগোল আর মুকুলের ঘ্রাণে
গাছেরা প্রাণ পায় নিজস্বতার।
............
একা থাকার মতো মন এখনি গড়ার সময়
আমরা মূলত একাকীত্বের পথে চালিত।
............
যতোদিন মনের ভিতর প্রিয় নাম
স্নায়ুর ভিতর ততোদিন স্বপ্নের সুগন্ধি আতর।
...............
বর্ষায় ভাঙ্গা কুলার গা ঘেঁষে মাথা উঁচিয়ে
নতুন চারাগাছ ইঙ্গিত দিয়ে যায় মোহময় দিনের।