( তনু তুমি যেখানে থাকো ভালো থাকো মেয়ে)


তনুর রক্তাক্ত ছবির ভেতর কি দেখছ?
এখন তো আর সেলোয়ারের গিট খোলা নেই!
তনুরা মরে গিয়ে ছবিতে আসে, ওরা বাঁচেনা
ওরা বার বার বলে যেতে চায়
তোরা এখনও মানুষ হোসনি, নির্লজ্জ লালসার ফণা
তোরা এখনও মানুষ হোসনি!
তনুরা মরে গিয়ে মানচিত্রে অভিসন্তাপের
গাঢ় লাল-রঙ এঁকে দিয়ে যায়।  

বড় বড় কবি, রাজনীতিবিদ, মানবাধিকারের রক্ষক আছেন
বছর বছর কত উপাধিতে উপাধীত, আহা! কি হবে তাতে?
কি-বা হচ্ছে এমন মানুষ জন্মে?
মানুষের নামেই প্রতিদিন জন্ম নেয় যে লোভাতুর চোখ,
যা দেখে আঁতকে ওঠে পশু-পক্ষী,বনের চিতা
তবু মানুষ খুব স্বাভাবিক , যথারীতি চলছে প্রাত্যাহিক কার্যকলাপ
চোখে কয়েক ফোঁটা  ডিজিটাল গ্লিসারিন মেখে হা-হুতাশ!
কারণ ওদের নামে লেভেল সাঁটা আছে
ওরা মানুষ!  ওরা কি আসলেই মানুষ?

তনু তুমি মরে গিয়ে বেঁচে গেছো
তনুরা মরে গিয়ে বেঁচে যায়,
নয়তো আমাদের ভেতরের লম্পট
তোমাকে প্রতিদিন পিষে পিষে মারতো
তনু তুমি মরে গিয়ে বেঁচে গেছো।

(২৩/০৩/২০১৬)