(১)

সমুদ্র-স্নান করতে চাও
তবে দুঃখ দাও! আরও দুঃখ দাও!
মানুষতো পাথর নয়! হবে উপত্যকা।

(২)
তুমি ছুঁয়ে দিলে বিষ-গন্ধী জিব্বার ছোবলে
বুকের ভিটায় মুহূর্তেই চন্দ্রগ্রাস হবে।

(৩)
যুবকের আঁকাবাঁকা দৃষ্টি
পুড়িয়ে দেয় হেমন্তের সোনালি ফসল।

(৪)
আবেগের কথা বলতে গেলে
নদীই বেশি আবেগী।
আর যদি বলো সোহাগি
তার আর এক নাম মেঘ হতে পারে।

(৫)

জন্মের পাশাপাশি
মৃত্যু শব্দটা খুব মানানসই
কারন সূচনা মানেই সীমান্তের অপেক্ষা
জন্ম মানেই মহাকালের কাছে আত্মসমর্পণ।

(৬)

মহাকালের মুখাপেক্ষী আমি জলের কান্নাচোখে
ঝর্ণাধারায় আত্মসমর্পণ করবো মেঘের কাছে ।

(৭)

ক্ষুধা পেলেই কানে আসে ফুটন্ত ভাতের শব্দ
জন্মান্ধ আমি খুঁজি মানুষের ভেতরের বর্ণমালা
মিত্রতা খুঁজি জলের মাঝে বৃষ্টির ছন্দে।