চাকুরীর বিজ্ঞাপনীতে চোখ রাখছিলাম
একটা সোরগোল কানে এসে লাগলো,
সাইকেল থেকে ছিটকে পড়লো ছেলেটা আর গাড়িটা অবলীলায়-
তার গায়ের উপর দিয়ে চলে গেলো।
সবাই দর্শক হয়ে তাকাচ্ছিলো; যেনো কোন ছবির স্যুটিং চলছে!
ঘটনাটা দূরদর্শনে আসবে, চলো তবে ক্যামেরার সামনে!
আহঃ কি নির্লজ্জ আমাদের জমিন।
মনে হয় বাতাসে উড়ে গেছে অচেনা পাতার শহর, সমস্ত লজ্জা
মানবিকতা, মানুষের আদর্শ আর সুঠাম চিন্তাবোধ।
থেমে গেছে আজ মানুষের উত্তাল ভালোবাসার ঢেউ
চারদিকে উদ্ভ্রান্ত পঙ্গু মস্তিষ্ক মরীচিকা হয়ে, চিবুচ্ছে শহরের অলি-গলি
আমলকি বন, মাধবীলতার শোভা,জীবনের নিত্য নৈমিত্তিক স্বপ্নের বন্দর।
আর অপুষ্ট বিকলাঙ্গ হচ্ছে দিনের পর দিন
আমাদের প্রতিদিনের রোদের আকাশ।
কেউ কি কোথাও নিরুদ্দেশ ? তাতে কি?
আমার তো কিছুই হারায় নি!
এমন ঘটনা তো স্বাভাবিক !
আজকাল যে কোন অস্বাভাবিকতা-ই স্বাভাবিক
যা ঘটছে তাই স্বাভাবিক।
আর এভাবেই চলছি পেড়িয়ে ধাবমান রিক্সা, ট্যাক্সি, ট্রাফিক পুলিশ
চলছি পেড়িয়ে কতো জনসমাবেশ।
নাগরিক ফেরিওয়ালারা এখন নিজ নিজ কাজে সবাই ব্যস্ত
আলু পটলের দাম কমলো কি-না সে খবর জানতে,
খেয়ে-পড়ে বাঁচতে তো হবে ভাই!
মেয়েটা বড় হলো, পাত্র পক্ষের জন্য কিছু তো রাখা চাই।