গোয়ালে আজকাল ধানের বদলে
পড়ে থাকে ইঁদুরের মল!
নেই কাঁখে কলস, মুখে শাড়ীর পাঁড়
ঢেঁকিতে তোলা চালের বদলে
পরে থাকে অগনিত মাছির পাল।
ধারাপাত হাতে এক একে এক,দুই দ্বিগুণে চার
আগের মতন বাঁধেনা বাল্য সুর।
আম কুড়ানোর সুখ বৈদ্যুতিক তারে আটকে আছে
নারিকেলের পাতার বাঁশি বানানোর আনন্দ এখন
মিছে সাজানো ঘরে হাহাকার, অবশ।
প্রত্যাশাগুলো যেন শত ভীড়ের মাঝে খুব একা
আধুনিক সময়ের ছলাকলায়!
প্রিন্টের কামিজের সুখ আজ ঐতিহ্যের বাহিরে
নিরাভরণ নিজস্বতা থেকে দূরে
নিষেধের দেয়াল টপকাতে ব্যস্ত।
আজ নিসিদ্ধ খাঁচায় বন্দী
কপোত বধুর বাকুম বাকুম পায়রা
আংগুল ছোঁয়াতে যেন বাধা নেই
আজকাল রাতের শরীরে
ভুল সময়ের পরিচয় গুলো খুব বেশী ব্যস্ত
ক্যারাম খেলায়। ওরা সুসজ্জিত বেশে কনুই গুঁজে দেয়
তাবৎ বারুদের শলায়।