কি খুঁজছ পথিক ? চোখ খুলে হাঁট;
খুঁজছিলাম ফেলে আসা দিন;
খোঁজ না, এবার সামনে তাকাও।
রাস্তা সম্মুখে, কি হল? থেমে থেকো না
নয়ত একটু একটু করে পিছিয়ে পড়বে!
ফেলে আসা পথ এখন কেবল স্মৃতি
যদিও সে খুব মূল্যবান!
কারন সে পথ, তোমাকে শিখিয়েছে কতটুকু
পুড়লে হাত জ্বলে যায়, আবেগের মরন হয়!
শিখিয়েছে সময়ের প্রাপ্তি এবং অসঙ্গতি।
থেমো না পথিক; সামনে তাকাও!
ওসব; শিকড়ের কাছাকাছি আগাছা মাত্র;
কেবল লতিয়ে উঠা , ওসব কিছু না
কেউ কেউ ওদের দুঃখ বলে, তুমি থেমো না।
পরিনাম ভেবে চলে, সাধ্য কার আছে বল!
মাঝে মাঝে আবেগের কাছে বন্দী সবাই
তবু পিছ পা হয়ে হাঁটা যায় না।
জীবন আর সময় শস্যের মত বাড়ন্ত
নিঃসঙ্গতা আর কোলাহল একে অন্যের
কাঁধে কাঁধ মিলিয়ে চলে।
নিগুঢ় যৌবনে যেমন জমিনের উর্বরতা বাড়ে
তেমনি আকন্ঠ নীরবতায় রাতের শিয়রে
জেগে থাকে অন্ধকার।
এদের কাউকেই এড়ানো যাবে না
তাই থেমে থেকোনা ; সামনে চলো...
কিন্তু আমার পিছুটান?
সে তোমার আজন্ম ভালবাসার বন্ধন বটে;
এমন সুর বাজুক বুকের ভেতর!
মনে রেখ যতদিন তোমার ধ্বনিতে
বেজে যাবে ওই সুর,ততদিনই তুমি মানুষ।
নয়তো তুমি কেবল মাত্র-
পাথর বৈ আর কিছু নও।