বুকের ভেতরে আটকে পড়া পাথর
বার বার চিৎকার করে বলছে!
আমাদের ডাক পাঠাও,আমরা বাহির হয়ে আসবো
আমরাও ঝাঁক ঝাঁক মাছরাঙার সাথে ডুব সাঁতুরে হবো!
জলের ভাঁজে লুকানো ডুবন্ত সূর্যকে খুঁজে বের করবো
আমরা এতোদিন নির্বাক হয়ে তোমাদের গল্পের নগরীতে
দরজা এঁটে নিশ্চুপ ছিলাম,
আমরা এবার মানুষ হবো,আর আমাদের অধরের নিঃশ্বাসে
জন্ম নিবে এক জোড়া হাঁস।
তোমাদের শ্যাওলা মাখা ঝাপটানো হাতে
আমাদের অস্তিত্ব দিন দিন অভিশপ্ত হয়ে
মরীচিকার দামে বিক্রি হয়েছে!
আমাদের ডাক বাক্সে জমা পড়েছে
হাজারো বৃক্ষের অপাঠ্য চিৎকার।
তোমরা যেদিন নির্মমভাবে খুন করেছ চাঁদের ঐশ্বর্য্,
যেদিন হত্যা করেছো কষ্টার্জিত শ্রমিকের
বিশ্বাসের পবিত্র বাতাস!
যেদিন ন্যূনতম নুন ভাত এর বদলে,
প্রকৃতির সুবাতাসের বদলে,
চেয়েছো একান্তই নগ্ন প্রণয়ী সুখ,
চেয়েছো মুখরোচক রঙিন চুম্বন!
যেদিন তোমরা অনায়াসে ভক্ষণ করেছো,
হেমন্তের গোধূলি, ঘাস ফুলে শিশিরের হাসি !
যেদিন অবহেলায় রক্তাক্ত করেছো তোমারই প্রাপ্তি
কাদামাটি দেহকে জীবন্ত ফসিল করে,
যেদিন তোমাদের আত্মপ্রতিকৃতি হয়ে উঠেছে;
গিরগিটির মতো অবিশ্বাসী রঙ ও চেহারাযুক্ত;
সেদিন আমরা পণ করেছি
আমরা এবার মানুষ হবো।