একদিন স্বপ্ন শিরোনামে চিঠি পৌঁছে যাবে প্রতিটা রাস্তায়।
শহরের দেয়াল, টিএসসির বৈকালিক আড্ডা আর
চারুকলায় তুলির আঁচড় ছুঁয়ে প্রতিটি শিক্ষাঙ্গনে।
চিঠির ঠিকানা পাওয়া যাবে রাস্তার অলিগলিতে
গ্রামের গেরুয়া পথে, মানুষের মিছিলে মিশে থাকা
অভুক্ত শিশুর শুকনো মুখে।
ঠিকানা পাওয়া যাবে পাতা কুড়ানি মেয়েটির চোখে
প্রখর রোদে কাতর পানি বিক্রেতা কিশোরের বুকে।
চিঠি পৌঁছে যাবে প্রতিটি মনের সবুজ নদীতে
যেখানে সযতন আকাশে ওড়ে শঙ্খচিল
যেখানে মসজিদ, মন্দির, গির্জার পবিত্রতা বহমান।
এই চিঠিতে প্রশমিত হবে শিশুর কান্না
হবে ক্ষুধার অবসান, ওরা হবে চঞ্চল, সবুজ-তাপস।
এই চিঠির বিশুদ্ধ হাসিতে থেমে যাবে জগতের প্রবল ক্ষয়।