নানা রঙে গড়াগড়ি
শৈশব জড়াজড়ি;
স্মৃতি ভাসে নয়নে,
হাঁসি খুসি বদনে।
চঞ্চল পদতল,
চেঁচামেচি করি চল;
পাড়া জুড়ে জ্বালাতন,
তাড়া খেয়ে পালায়ন।
বেশভূষা ছাড়াছাড়ি,
পঙ্ক'তে গড়াগড়ি;
নদী নালা থৈই থৈই,
সাঁতরে পার হই।
আম গাছে হুড়োহুড়ি,
ঝুড়ি নিয়ে কুঁড়া কুঁড়ি;
কাঁচা পাকা দ্বন্দ্ব ,
ভুঁড়ি ভোজে আনন্দ।
মাঠ ঘাট এক সাথ,
খেলাধুলা ঠাট বাট ;
নটখট কালাকালী,
হাতাহতি কোলাকুলি।
আহা! রে দিনক্ষন,
স্মৃতি জুড়ে বাঁচে মন;
শৈশব চেতনে,
স্মৃতি রাখি যতনে।