অশ্রু ঝরানো, হট্টগোল বাঁধানো, শক্তমত হাত-পা চালানো;
খানিক অন্ন কষ্টের দায়ে, শেষে কর্মে বিলীন হওয়া!
শ্রমিকশ্রেণীর মানুষ তো হই! শান্ত হয়ে যাবো।
কে বলেছে ক্রোশ মাইল পাড়ি দিতে?
অন্ন জোগাড় সরকার দিয়েছে, তবে!
না শ্রমিক ঘর ছাড়তো, না ট্রেন লাইনে বিশ্রামরত শ্রমিক ঘুমাতো?
মূল্যবান সময় কেন অপচয় করবো এদের পিছনে?
শ্রমিকশ্রেণীর মানুষ তো হয়;
মরণ ঠিক এভাবেই তো হয়।
এদের আগামী বলে কিছু নেই, বাচ্চা গুলোও শ্রমিক কেই তো হয়!
বেশ হয়েছে, ভিড় খানিক কমেছে।
শ্রমিক! হয় না সাধারণ, হয় না গুরুত্বপূর্ণ;
শ্রমের ভিত্তিতে গড়ে শহর, গড়ে নগর, সেতো অন্যের জন্য।
আর নিজ স্থান খোলা আকাশ, ঝুপুড়ি ঘর।
এদের দাবি নেই, সংগ্ৰামী মনোভাব নেই;
পেটের দায়ে পাড়ি দেবে বিদেশ বিভূঁইয়ে, হারিয়ে যাবে শহরে কিংবা নগরের ভিড়ে; পুনরায় মরণকে জয় করে।
এরাই শ্রমিক বাবু! শ্রমিক।