নদী চেয়ে রয় উৎসের পানে, অক্লান্ত
ধারা বেয়ে স্রোত ছুটে আসে।
মাঝির চেতনা রবি'র পানে, উষসী ধেয়ে আসে দিকবিদিক ছুটে।
পবন ছুটে এসে হেসে খেলে বলে, গুড়গুড় ধ্বনি বুঝি মম তেজে ভাসে।
ঝলকানি ধেয়ে আসে কড়কড়ে বেশে, গগনতে শশী বুঝি চুপিচুপি হাসে।
কাতর তৃষ্ণার্ত চাতকের পীড়া, ঝমঝমিয়ে বৃষ্টি ঝরে সুখ পাখি ওঠে ডেকে।
কোকিলের কুহু কুহু ভরে উঠুক সুরে,
দিনক্ষন যেন কাটে জ্যোৎস্না রাতে।