আমি ! যুগের হাসি।
নই আমি নিরাকার।
তবু তুমি জেনে নাও! অকারণ ভেবে নাও! বাতাসের হাসি খুশি।
ছল কথা সে বলে , ছলনার মায়া জালে;
আকারের খোজ নেই ! অগভীর শ্রোত নয় , গভীরতা বয়ে চলে।
আলো ছায়া দিক হতে , দু জনেই একে থাকে;
দূরত্ব যতদূর , আলোর তো সাথি থাকে।
রুপহীনা নীরাকার , যাতায়াত করে থাকে , কল্পনা জাল বুনে ,
ধরা দেয় নিমেশেতে।
আবছাযার আবরণ
পারা পার সেই করে ,
ইতিহাসে আছে যারা' যুগ যুগ হৃদয়ে।