লেখনীতে আঁকি সাদা পাতায় জ্বলজ্বল করা শব্দ গুচ্ছ,
কখন যেন কাব্যে রূপান্তরিত হয়, সে হুঁশ আর থাকে না।
সঠিক ভুলের মানদণ্ড, অল্প বললেই বেজায় ভুল হয়,তা কি আর চক্ষু গোচরে পারে, শুধুই ভুলের সিঁড়ি।
কখনো সাধু, কখনো চলিত, আবার কখনো দুটোই জড়ানো।
ঐ তো সেদিন করোনার কারণে দেশে লকডাউন, হাহাকার করছে বিশ্ব জুড়ে , তখন কোন আঁধার ঘন সন্ধ্যায় "তুই কি আমার সুখ হবি"
প্রথম কাব্য প্রকাশ করি।
একেরপর এক ভাবনা, তাতেই সৃষ্টি কাব্য, মন মুগ্ধকর তো নেই, সবকটাই পচা গলা।
ইচ্ছে বাংলা কবিতার আসরে প্রকাশ করার ;
কতশত মহান নবীন প্রবীণ কবির মাঝে তুলে ধরি।
তবে কবি তো আর হতে পারিনি, সেই তো হয়েছি সাধের কবি;
তবুও ছুঁই পঞ্চাশের গণ্ডি।
কখনো চেতনার কালো ছানিতে সাড়া দেয়!
অজ্ঞাত এ পথ ধরে, পাড়ি দেবো কত দূরে?
হয়তো বা থেমেই যাবো অজ্ঞাত কোন এক সময়।