আমার রক্তে রাঙ্গানো তোর শ্রী রূপের কাহিনী;
আমার রক্তে রাঙ্গানো তোর বুলির বাণী;
আমার রক্তে রাঙ্গানো তোর জীবনের অলিগলি।
ভরে দিও নোনতা জলে , শুষ্ক নদের কাকুতি;
ভরে দিও নয়ন জলে, মরুভূমির গ্লানি।
প্রাণবায়ু ছিনিয়ে, রেখো সযতনে!
গেঁথে এসো গগনতে, ডানা কাটা পরী বেশে।
কথা কব জ্যোতি হয়ে, রজনীর গহিনে!
ঢেকে দেবো জোসনা, তোর ছায়া টেনে।
উঁকি দিয়ে দেখো তুমি মৃদু মৃদু রশ্মি,
ভরে দেবো আবেগে, জীবন রজনী!
গায় মেখে নিও তুমি যুগ যুগ সজনী।