ঝিরিঝিরি বৃষ্টির দিনে, ছাতি হাতে পথের পানে 'পদ্ম' আছি তোর প্রতিক্ষায়।
দিনের পর দিন গুনেছি , চোখাচোখি পার করেছি' অনুরাগের অভিপ্রায়।
সাহস ছিল মনে অটুট, বন্ধুত্ব সদা বাঁচুক;
কুড়নো স্মৃতি আকড়ে ধরে, বাঁচব না হয় এযুগ-সেযুগ।
শঙ্কা অনেক মনে গাঁথা , যদি না দেয় প্রেমে সাড়া, সংলাপ যদি বিরহে ঘেরা?
এমন ভাবনা মনের ফাঁকে অক্লেশে ভরা বদন খানা;
হাহুতাশে রাত্রি যাপন, নিজের ভাবনায় সুখের জীবন।
'পদ্ম' আসে এ পথ ধরে, বৃষ্টি ভেজা আলুথালু কেশে ;
মনের কোণে আবেগ ভাসে, সোনালী স্বপ্ন ধেয়ে আসে।
অধীর প্রতীক্ষার অবসান,
চক্ষু গ্লানি দূরে সরে প্রেম নিবেদন করি তারে!
শুধু পদুত্তরের অভিমান।।