ধুকপুক করে বুক,
পরিপাটি প্রিয় রূপ!
জালাতন করে মন,
ব্যাকুলতায় দিনখন।

সব রূপ এক মুখ,
স্বপ্ন'তে জাগে রে!
সুখ-দুঃখ ভিন্ন,
আবেগ'তে পূর্ণ।

নিশিদিন জাগরণ,
কোটরে দু-নয়ন!
কালো ছোপে আবরণ,
লাজে রাঙা, হাঁসে মন।