ওহে বাপ! তোকে আমি সম্মান করি !
ভালো বেসে নয়! সত্যি কথা বলি তবে?
যখন কোথাও আড়াল হতে তোর কথা আসে !
তৃপ্তি মনে আনন্দ পাই ! হাজার কটি রবির তেজে।
বাপ রে আমার! অবুঝ বাপ !
ভালোবাসা অমূল্য রতন ।
তুমি আমায় দিয়েছো! এসব কথা বলতে গেলে , অশ্রু ধারা গড়াবে ।
ওহে! আমি বন্ধুও ভাবি , যুক্তি পরামর্শ বেশে।
সত্য মিথ্যা ! দিনের আলো রাত্রি শেষে বিলীন হবে।
যদি তুমি মিথ্যা হও ! জীবন আমার ব্যর্থ হবে।