আমি ভয় পেয়েছি সেই কবে ! প্রাথমিক বিদ্যালয় , শিড়ি বেয়ে, বেতের লাঠি হাতে, মাস্টামশাই নামে।
দুপাক ঘুড়ে লাল চক্ষু টেনে দাঁতের কিড়মির !
কাচা বয়স , কে জানে ভয়ের প্রতিরূপ ।
দিদির ঐ প্রিয় ভাইটি সবার কাছে প্রিয় , সাইকেল কিংবা পায়ে হেঁটে,
আসতো দল বেঁধে।
পরসাল বল হাতে নিয়ে খেলতো মাঠে নেমে।
সেদিন ছিল মাঠ পরিস্কার , সবাই ছুটোছুটি , আছে কজন পরিস্কারি ,
করছে ধরে কাজ ।,
আমার বেলায় ছুটোছুটি, নজর কাড়ে লাল চোখ দুটি।
প্রণাম মশাই , প্রণাম ভয় , হারিয়ে গেছে সে সব সময়।
আবার কবে , পাবো কথায় ভয় চক্ষুর নতুন রূপ?
( প্রাথমিক বিদ্যালের সকলের প্রিয় মাস্টামশাই "নরেন্দ্রনাথ রায়" ।
আপনি আমার মাস্টামশাই।)
!! পরসাল এক ধরনের গাছ , আমার এর বেশি জানা নেই!!