কেমন একখানা যন্ত্র এনে, দিঘি টা দিলো খালখন্দরে ভরে।
বেশ চলছিল ঝুড়ি কোদালে!
কোথা হতে কি যে এলো ?
দুই পক্ষের কাজ, এক দিবসে শেষ হলো।
ঝুড়ি ভরে মাটি নিয়ে জায়গা মতো ছড়িয়ে দিতাম;
তাতে, সময় খানিক বেশি নিতাম।
তবুও, কমবেশি পেটের জ্বালা মেটাতাম।
হায় রে! হায় সেইসব দিন, এখন দেখি যন্ত্রের দিন!
তাও নাকি কিনে ধনশালী, বাঁচে নাকি সময় বেশি ।
ভুঁড়ির ভুঁড়ি ধনশালী, চুপসে গেল দীন দরদী।
আহারে! আজ কাজের জ্বালা, সকলেই খুঁজে যন্ত্র শালা।
ভাবছি নিজে যন্ত্র হব; হৃৎপিণ্ডে তেল ভরাবো, চাকার কাছে পা চালাবো, চোখ দেখাবে আলোর দিশা , মাথা হবে ইঞ্জিন, ব্যাস্!
তবেই তো হব যন্ত্র! যন্ত্র মানব ।