ছলছল নয়নে,
বিগলিত হিয়া'নে;
কুন্ঠিত ব্যথা মোর,
সাড়া দেয় বদনে।
দিন রাত ভিন্ন,
কর্ম'তে অন্ন;
ঘর্ম'তে ভেজে মোর,
বেশভূষা জীর্ণ।
হাঁড়ি বাটি শূন্য,
রন্ধন বন্ধ ;
কাজকাম নাই মোর,
পুঁই কচু ভিন্ন।
গাদা গাদা জোচ্চোর,
করে নাকি চাল চোর;
কন্ঠ'তে ধ্বনি মোর,
সান্ত্বনায় সহচোর ।
দিন দিন হাহাকার,
মরন'তে শ'আকার;
দান ধ্যান নেই মোর,
জমা করি ভান্ডার।
প্রশাসন চুপচাপ,
টাকাকড়ি লুটপাট;
দীনহীন জন মোর,
বাঁচো মরো চটফট।।