আমি ! জীবন যুদ্ধে হেরে যাওয়ার মানুষ দেখেছি।
দেখেছি, মৃত আত্মার জীবন্ত শরীর ।

দেখেছি ! কষ্টের বিচিত্র সে কান্না,
মাথা জ্বাপটে ভূমি তলে লুটাপুটি।
আবার !
নিঃশব্দে দু-ফোটা চেখের জল ঝরানো, অদেখা কোনো কোনে!
সেও আমার দেখা।

আমি! তার প্রতাক্ষ দর্শনার্থী ।
হেরে যাওয়া  মানুষের বিচিত্র  বাস্তব শোখের ।
আবার,
আনন্দপূর্ণ  জয়ী মানুষের বিচিত্র বাস্তব রুপের।

দেখেছি , রাবনের অট্টহাসি , হিমালয়ের শিখরে পৌঁছানো ।দেখেছি ,  রামের নীরব হাসি,
হিমবাহ গলনের মতো।

জীবন রবে দেখবো সবে ,
কঠিন পাথ‍র বেশে ।
হাসি- কান্না  হৃদয় ছুবে ,
প্রৌঢ় বেশে বাচবো সবে।