আজ বড়ই শান্ত।
সুখের ঐতিহ্যের ঝলকানি, দেহ মন ছুঁয়ে গেল।
আর,
ছুঁয়ে গেল করুণা'র নিষ্পাপ রাগের, কখনো হাসি, কখনো কাঁদি।
বিদাই সম্পক , নতুনের বেশে, নতুন হেসে।
ছুঁয়ে গেল ছোট ছোট সম্পক সোহাগের পরশে ।
আগমনের ঊচ্ছাস এত'ই নিষ্ঠুর , কাঁদিয়ে বিদায় নেয় ,না হেসে, না কেদে ।
হু!!