ব্যথায় মন স্থির বরেণ্য।
প্রেম আর মেলেনি , শুধু আকাশ ভাঙ্গা হাসি।
তুমি আর নেই , এই নও ছেড়ে গেছ।
স্মৃতি জোড়ায় আকরে ধরেছি।
ভয় নেই ভালোবাসি তোমায় , ভালোবাসি তোমার অনুপম অনুভূতি!
আর কাব্য আনন্দ।
রাজ হাঁসের পাখার জল পরিস্কার করা ঠোঁট, হেসে খেলে হারিয়ে ফেলেছি।
চোখের চাহনি তোমায় উঁকি দেয়।
বার বার বাতাসে দোলে মন।
রক্ত শিরায় তোমার অনুভূতি কাপে।
কনিকা গুলো পথ ভ্রষ্ট হয়ে এদিক সেদিক ঘোরে।
বরেণ্য তুমি নেই, মিছে কথা।
আকাশগঙ্গা তুমি হীনা বড়ই ব্যথিত,
তোমার একাকৃত্ত ভোগ করে , হাসি মুখে,
আনন্দের আশায় ।
(কবিতার আসরে সম্মানিত কবি অজিতেশ নাগ এর উদ্দেশ্যে)