তুমি বধু হবে ?
তবে , এসো মনে সাহস নিয়ে।
ভালোবেসে নয় , সে তোমার নিজস্ব।
নারী জাতি ভালোবাসার সাগর।
আসবে হাসি নিয়ে?
সে তোমার গুনে আছে।
নারী জাতির অলঙ্কার।
কথা বলা গান গাওয়া,
ঘুম পারানি মাসি পিসি...
সে সাহস তোমার আছে?
আছে চন্দ্র তারার মতো মিট মিট ঝগড়া করতে ?
বধু হবে এটুকু তো থাকায় উচিত ;
ভালোবেসে আগলে রাখা?
তুমি বধু হবে আবার এক পূরূষের গল্প শোনাবে , যা কিনা শেষ হওয়ার নয়।
তুমি নিজেই সাগর আবার চেতনা শীল , ওরনের দাসী নও।
তবে আজ কেন বধু বেশে ওরনের জীবন বৃত্তান্ত শোনাও ?
ওহে নারী , তুমি বধুও!!
এক বার ঐ উল্কাপিণ্ড খসে পড়েছিল ধরনীর বুকে ,
জ্বলে উঠেছিল বুক , সব কিছু জ্বলে তচনচ করে দিয়েছিল ,
তা জুরাতে আসীম সময় লেগেছিল ।
তুমি তার জ্বলন্ত উদাহারণ ।
ভালোবাসার বাতাসে তুমি জুরিয়ে যাও।
তুমি জানো নতুন জগত গড়াবে?
তিলে তিলে সময় কে সাক্ষি রেখে;
সে সাহস তোমার আছে, তুমি বধু হবে?
এক জগতের পরিবর্তন ,
এক নতুন যুগের সূচনা ।
ক্ষীর সাগরে প্রবেশ।
এটুকু সাহস তোমার আছে, তুমি বধু হবে ।
হবে আমার নারী।