টুকটুকে লাল ফিতা,
কালা কেশে বান্ধিয়া!
সাজগোজ পরিপাটি,
নাকে নোলক পড়াইয়া।
নড়েচড়ে দুল দূলে ,
লাজে রাঙা বদনে!
ড্যবা ড্যবা আঁখি মেলে,
সুরমা সাজনে।
বিনি গাঁথা, খোঁপা বান্ধা,
গেন্দা ফুলে মালা!
হস্তে পরাইয়া চুড়ি,
মেলা পরকলা।
অঙ্গী'তে খাঁজ আনে,
হেলিদুলি চলনে;
রুমঝুম রুমঝুম,
নূপুরের বাজনে।
তুলতুলে চরণতে
তুলি আঁকে সযতনে!
আলতা পড়াইয়া নারী,
পুলকিত বোধনে।
আরশিতে রূপ দেখে,
বিচলিত হিয়া'নে;
বঙ্গতনয়া কয়,
হুশ হয় চেতনে।