আতিথেয়তা !এই নয় যে তুমি খাইয়ে দাইয়ে বাড়ি পাঠিয়ে দেবে।
তুমি তাকে রাজসিক অভরথনা জানাবে , জানাবে খুশির মুহুত।
মুখে হাসি জড়িয়ে , ভালোবেসে।
এক-পা দু-পা সঙ্গি হবে, কথায় সুর মেলাবে।
সে তুমি য়েমনি কথা বলো ।
আতিথেয়তায় তোমার ভালো মাখা থাকবে।
তুমি জানো, তোমার আনন্দে আনন্দিত হবে, হবে জীবন আনন্দের রূপ দশী, যা কিনা তোমার অতীতের সাক্ষি, সুন্দর মনের।
এ য়েন অপার মিলন মেলা , একে অপরের প্রতি শ্রদ্ধা নিবেদন, ভক্তি বেশে।
আতিথেয়তা ভালোবাসা ,
আতিথেয়তা শ্রদ্ধা, ভক্তি।
চাপা কান্না চাপা পড়েছে , আতিথেয়তা চুপসে গেছে।
শুধু কঙ্কাল সার আতিথেয়তা বৃত্ত মান।।