দেবীর চরণে অর্পণ করে, ঠাকুর মশাইর আশীর্বাদ নিয়ো ,কেমন!
মা জননীর আদেশ পেয়ে, খোকা চললো মন্দির পানে;
সঙ্গে করে ক্ষীরের লাড্ডু, সন্দেশ, মিঠাই, ভোগ অন্ন।
গুটি গুটি পায়ে খোকা, একহাত হতে একহাতে থলে;
হৃদয়ে ভাসে দেবীর চরণ, ঠাকুর মশাইর নানান কথন।
হটাত করে পথের ধারে জীর্ণ ভূষণ গায়ে, খোকার নয়ন আটকে গেছে ফকির বাবার পানে ;
ফকির বলে ,খইনি কিছুই দুইদিন যাবত ধরে, খানিক অন্ন দাওগো বাবু, আল্লাহ্ দোয়া করে।
সরল মনে ফকির সেবা, খোকার শান্তি মেলে!
হাসি খুশিতে খোকা জিগায় আল্লাহ্ নাম কেন নিলে?
আমি তো জানি ঈশ্বর শুধু, আল্লাহ্ আবার কে?
ফকির বলে, ঈশ্বর আল্লাহ্ ভিন্ন নয়, ভিন্ন রূপে পূজে।
মা জননী জিগায় ,খোকার পানে চেয়ে, ঠাকুর মশাই কি আশীর্বাদ করিলো শির ছুঁয়ে?
বিড়বিড় সুরে খোকা বলে
"বিসমিল্লাহির রাহমানির রাহিম"