আর লিখি না!
কালো বাসাত বসন্ত ছুইয়েছে।
টলমল করে নূপুরের রুমঝুম, নিথর নদি সঙ্গ দিয়েছে।
ভুলে গেছে সব খালি , শুধু ! নুন দিয়ে পাহাড় গড়েছে।
শ্রী'র মলিনতা , বিশ্রী হেসে হাই তুলেছে;
য়েন কোন আধমরা পচা শকুন।
এই!