গগন ভালো, বাদল কালো,
এই বুঝি ফস্কালো !
শৈত্য প্রবাহে বাতাস এলো ,
অঝোরে বৃষ্টি ঝরে গেলো;
ভূমি বুঝি শান্ত হলো।
জ্যোৎস্না রাতে কোকিল ডাকে,
কুহু কুহু ধ্বনি ভাসে!
চক্ষু বুঝি ঢলে এলো ;
নিদ্রাহীন শয্যা রাতে।
আবেগ ভরা হিয়ার ফাঁকে,
হাহুতাশে সময় কাটে!
চঞ্চল মন নিস্তেজ হয়;
মধুর সুরেলা কণ্ঠে ভাসে।
রবি'র ডাকে নয়ন জাগে,
ভূমির গন্ধ নাকে ভাসে !
সকাল বুঝি শুরু হলো;
কর্মের রুপ দেখা দিলো।।