হঠাৎ ঘন কালো মেঘে
আকাশ ছেঁয়ে গেছে
মেঘের গোমরা মুখ
বিষন্নতায় দীর্ঘশ্বাস ফেলে চুপসে গেলাম।
কিছু জানতে না চেয়ে
বললাম আমি ফিরে যাচ্ছি
ও পাত্তাই দিলো না
বুঝতে পেরে খুবই মর্মাহত হলাম।
ফিরে আসার বায়না ছেড়ে দিয়ে
একটা প্রশ্ন করতে চাই বলে,
অনুমতি চাইলাম
ও বলল কোনো প্রশ্ন করো না!
উত্তর খুঁজে নাও।
বললাম আজ বৃষ্টি হবে
ও বলল নাও হতে পারে
আজ বাতাসের উপস্থিতি টের পেয়েছি
বাতাস সব আঁধার দূর করে দেবে
তাকে উপলব্ধি করো
আর মূহুর্তেই আমার পৃথিবী জুড়ে
আলোর পাখিরা কিচির মিচির শব্দে
চারদিক মাতিয়ে তুলল।
মেঘের পানে হাত বাড়িয়ে
তাকে ছোঁয়ার প্রবণতা প্রবলতর হয়।
বাতাস ও খুব আবেগে ভেসে যায়
আমাকে তার স্রোতে ভাসাতে চায়
আমিও ভাসবো বলে উম্মাদ হয়ে উঠি
বাতাস ও মেঘের সে কী মাখামাখি!
স্বর্গীয় ভালোবাসা যেনো তাদের ভর করে
ভাষাহীন হয়ে যায় দু'জন।
মুষলধারে বৃষ্টি নামাবার আকাঙ্খা
থমকে দাঁড়ায় পৃথিবী!
আপেক্ষিক তত্ত্বের মিল খুঁজে পায়
মুহূর্তেই অনুভবের দোর খুলে বের হ'য়ে
আসতে বাধ্য হয়,
মেনে নেয় বাস্তবতা।
মেঘমুক্ত আকাশ পানে চেয়ে রয় খানিকক্ষণ
ইশরায় বিদায় জানায়-
তার যতো কল্পনার অবয়ব।