ভুল করেছি ক্ষমা করো দোষ দেবো না আর
পিছু লোকো যা-ই বলুক ইচ্ছে যেমন যার।
অভিমানে দূরে থেকে লাভ কি বলো হবে?
নিন্দুকেরা নিন্দা ছাড়া কেমন করে রবে?
প্রেমের গায়ে নিন্দার কাঁটা দিক না যতো ইচ্ছে
মনের মতো সাজাক তারা বানাক নানান কিচ্ছে!
সত্য পথে চলতে হবে মিথ্যের সাথে নয়
মনেরেখো সারাজীবন সত্যেরই জয় হয়।