কিছু কিছু নীল মনে দাগ কাটে অহেতুক
অতীত স্মৃতি বর্তমানকে ঘিরে রাখে
অচেনা দরদ বুকে বাসা বাঁধে সতত
তাই বলে কী তা ভিত্তিহীন হয়, বুঝি না!
কিছু কিছু কথা বলাও যায় না,আবার
সইতে পারাও কঠিন ব্যাপার বৈকি।
কিছু কিছু সুখ দুঃখ হয়েই জন্মে
সুখের আভাস যেনো সোনার হরিণ।