কিছু কিছু ভুল হয় আনন্দের, যাহা স্মৃতিময়
সময়ে সময়ে সবটুকু চুপিসারে কথা কয়।
ভুল করে কেউ সাগরের বুকে ফেনা হয়ে ভাসে
ভুল করে কেউ আনন্দের চিত্তে মহাসুখে হাসে।
এসো মাঝে মাঝে করি ভুল কৌশলের কিছু শিখি
শুদ্ধ অশুদ্ধের প্রাচীরে আবদ্ধ হই অহর্নিশি।
জানবে জানুক পৃথিবীতে মানুষ বৈচিত্র্যময়
আসা-যাওয়ার ভেতরে ভুল করে কেউ সুখী হয়।