ভক্তি করো মানুষ হলে
ভক্তি পাবে তবে
আপনাকে বললে বড়ো
ছোটো তুমি হবে।
ছোটো যারা তোমার কাছে
অন্যের কাছে নয়
অপর জনে কষ্ট দিলে
নিজেও পেতে হয়।
হতে পারো বিজ্ঞ তুমি
আমিও অজ্ঞ নই
ছোট হয়েই থাকতে চাই
বড় যাতে হই।
আকাশ কতো বিশাল দেখো
উদার হতে কয়
এসো তবে স্বপ্ন সাজাই
শান্তি যাতে রয়।