দবির চাচা যায় যে হাঁটে দু' হাতে ভর করে
অহংকারে পা পড়ে না ভাবে সে যে মরে
গুরু গম্ভীর মুখখানা তার বেজায় কালো থাকে
ডানা থাকলে দিতো উড়াল পাখির ঝাঁকে ঝাঁকে।
বাড়লে বেশি ভেঙে পড়ে সকলে তা জানে
বড়- ছোট নেই ভেদাভেদ ক'জনে তা মানে
দম ছেড়ে দাও! কমবে হাওয়া দেখতে লাগবে ভালো
মানুষ জাতি সবার উপর ছড়িয়ে দাও আলো।