ছেঁড়া তারে সুর খুঁজে যাই
গান গাই! বেসুরো কন্ঠে,
পথহারা জীবনের তলে
ভাবনারা কাঁদে অহর্নিশ!
ক্লান্ত পথিক পথে পথে
ঘুরেফিরে পথের নেশায়।
পথের ধূলোয় স্নান করে,
এলিয়ে দেয় দেহখানি!
অদ্ভুত, একটা মূর্তি!
তাড়া করে জীবনের গতি
চিৎকার করে বলে যায়-
ভালোবাসি প্রিয়!