আজন্মের লালিত প্রেম, কালের স্রোতে ভেসে যাক
এ অবেলায়, করুন সুরে ,ডেকে কী লাভ!
তাই বলছি আর ডেকোনা এই আমাকে প্রিয়তম।
কবিতা তুমি ,তার প্রতিটি বর্ণ সে তুমি সাজিয়েছ
প্রতিটি শব্দ ,ছন্দ ,ভাষা ভাবের কথা অগোচরে
তুমি বুঝলেই হলো প্রিয়।
এতোটুকুই বলতে পারি-তুমি আমার জীবনেরই
সব চাওয়া,সুখের নীড় ,মনের দাবী ,ভালোবাসা।
কভু তুমিই সাঁঝের বাতি, মনের কোণে জানো কী তা?
শত যুগ যুগান্তর অপেক্ষায় রবো হে প্রিয়
স্বার্থের টানে পিছু হেঁটো না তোমায় ঘিরে
আমার প্রেমের তাজমহল,ভালো থেকো।
২৯ /৫/ ২০১৯