বউয়ের কথা মিঠা মিঠা মায়ের কথা তেঁতো
এমন হলে মুগুর খাবি করবো ধরে থেঁতো
এসব কথার দিন যে গেছে এখন নতুন গান
আসল কথা মানুষ হবি গাইবি জয়ের গান।
ঘরের লক্ষ্মী বনের পক্ষি সবাই আপন হবে
কাজে-কর্মে সব মানুষে তোরই কথা কবে।
তোর সুখেতে হাসবে যেমন কাঁদবে তোরই শোকে
যতন করে আগলে রাখবে ভালোবাসার সুখে।
স্বজনেরা মিলেমিশে থাকে রে ক'জন
সবাই কী আর বুঝে বল আত্মীয় স্বজন ।
ভালো ছেলে হলে পরে থাকবে তোরই মান
জীবন শুধু নয় রে ভোগ ত্যাগে ও আছে প্রাণ।