ভাল্লাগে না কোনোকিছু  ভাল্লাগে না তারে
ভাল্লাগে না মাঝে মাঝে ভালোবাসি যারে।
ভাল্লাগে না তার বিরহে, কাঁদে যখন মন
ভাল্লাগে না উদাস ফাগুন মনটা উচাটন।

ভাল্লাগে না প্রিয়'র হাসি বোকা বোকা ছবি
ভাল্লাগে না প্রিয়তম  যখন সাজে কবি।
ভাল্লাগে না মান অভিমান ভাল্লাগে না প্রেম
ভাল্লাগে না ভালোবাসার নিখুঁত কারুহেম।