ভালোবাসা সোনার হরিণ
সর্বলোকে কয়
বনে বনে হারায় যাহা
প্রেম তারে কয়!
বিশ্বপ্রেমিক তাহাই করে
যাতে পায় সে সুখ
মনের কথা ঢালে সদা
ব্যথাময় যত দুখ।
কথার জালে বিছায় কথা
সুরের ছোঁয়া পেলে
একটুখানি আঠা দিলে
ভালোই জোড়া মেলে।
খিলখিল হাসে ব্যথা ভুলে
ফোটায় প্রেমের কলি
সব ফুল ছড়ায় আলো হোক তা
কলি, মলি, জলি।