টুংটাং বাজে
নানান সাজে
আহা কী কীর্তি,
না দিলে ফিরতি
বড্ড ঝামেলা!
দিন নাই রাত নাই
টুংটাং বেজে যায়
কতো যে ন্যাকামি
যেনো হই আসামি।
আধুনিক বিশ্বের অবদান
তাই দেই বাহবা
কী দারুণ মন্তব্য!
ভুলে যাই গন্তব্য।
ভালোর চেয়ে মন্দ
হয় বেশিটাই
কোনোই জবাব নাই।
চলছে এমনই
যায় দিন যেমনই
মাথায় নাই কিচ্ছু
যেনো সব বিচ্ছু।